1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

পাবলিক পরীক্ষা : যত মাথা ব্যথা ঠিকাদারদের!

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

কামরুল হাসান: ‘

ছাত্র জীবন সুখের জীবন, যদি না থাকতো এক্জামিনেশন।’ সেই শিশুকাল থেকেই এ প্রবাদটি শুনে আসছি। প্রিয় পাঠকগণও মনে হয় এটা শুনেছেন। হ্যাঁ, আজকের লেখার বিষয় পরীক্ষা নিয়েই। পরীক্ষারও আবার ভিন্নতা রয়েছে। আমি কিন্তু পাবলিক পরীক্ষার বিষয় নিয়েই ভাবছি। আপনারাও এ পরীক্ষায় বসেছেন। পূর্ববর্তীরাও বসেছেন। আমিও বসেছি। বর্তমানরাও বসছে। পরবর্তীরাও বসবেন। চলছে পাবলিক পরীক্ষার মওসুম। এ মওসুমে এসএসসি ও সমমানের পরীক্ষা চলমান। কয়েক দিন পরেই শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এছাড়া বলতে গেলে প্রায় বছর জুড়েই কোন না কোন পাবলিক পরীক্ষা চলছেই। এ সব পরীক্ষার গুরুত্ব অনেক। তাই এ পরীক্ষাগুলোতে ভালো ফলাফল করা চাই-ই চাই। ঠিক যেমন- ‘ডু অর ডাই’ বা ‘বাই হুক এন্ড ক্রুক’ অথবা ‘হার্ট এন্ড সোল’ নীতিতে হলেও। মেধাবল, অর্থবল, ক্ষমতাবল তথা শক্তিবলে হলেও সেটা চাই। এমন কি চৌর্যবৃত্তিতে হলেও! যারা এমন মনোবল পোষণ করেন যে, যে করেই হোক ফলাফল ভালো চাই-ই চাই। তাদেরকে শুধু অসংখ্য বারই নয়, বরং লক্ষ লক্ষ কোটি কোটি বার ধন্যবাদ জানাই। কারন- ফলাফল ভালোর ব্যাপরে তারা তো অন্তত: এমন দৃঢ় মনোভাব পোষণ করেন। তবে যারা অন্য সব বল ছেড়ে শুধুমাত্র মেধাবলের পক্ষে আছেন, তাদের প্রতি আমার অন্তরের অন্ত:স্থল থেকে শুধু মিলিয়ন বিলিয়নই নয়, বরং ট্রিলিয়ন ট্রিলিয়ন বার ধন্যবাদ জ্ঞাপন করছি। কারন- এই তো কয়েক মাস আগে ‘মেধা! মেধা!! মেধা!!!’ বলে বিশ^কে জানিয়ে দিয়েছেন। অবশ্য র্আরাহ আপনাদের চাওয়ার দাম দিবেন-ই দিবেন। পাক্কা কথা- অবশ্যই আপনাদের এ চাওয়া অপূর্ণ থাকবেনা। যদি আপনারা মেধার চর্চা করেন। সহজ হিসেব মনে করে বা ‘জীবনের শেষ চিকিৎসা-ফজলু মিয়ার ফলের টনিক’ মনে করে তাই-ই করেন না একবার। তবে সেই সাথে বোনাস হিসেবে ফ্রি একটি দোয়া করছি- ‘হে রাব্বুল আল আমিন, আপনিও তাদের প্রতি দয়াশীল হোন। তাদেরকে অভিশপ্ত শয়তানের ধোকা থেকে রক্ষা করুন। তাদেরকে ধৈর্য্য ধরে সাধনা করার তৌফিক দিন। তাদের মনের মকসুদ পূরণ করে দিন। আমিন।’ অবশ্য দোয়ার সাথে কিন্তু দয়াও দরকার। এ কিন্তু কিন্তু অন্য কিন্তু মানে শর্ত। তবে আল্লাহ দোয়াকারীকে পছন্দ করেন, তা ছাড়া আমি একজন মোল্লা বংশের লোক, তাই আশা করি আল্লাহ এ দোয়া কবুল করবেন। যদিও আল্লাহ আমার দোয়া কবুল না-ই করেন তবে এ নিয়ে কোন দু:শ্চিন্তা করবেন না। শর্তানুসারে আপনারা একটু বেশি বেশি দয়া করবেন। এ দয়া বইয়ের প্রতি, অন্যের প্রতি, মা-বাবা সন্তানের প্রতি, শিক্ষক শিক্ষার্থীর প্রতি আর সবাই সবার প্রতি। অর্থাৎ যার যার জায়গা থেকে সাধ্যমত দায়িত্ব ও কর্তব্য পালন করে যাবেন। শিক্ষার্থীরা বইয়ের প্রতি, সমাজ ও ধর্মের দৃষ্টিতে অন্যের প্রতি, মা-বাবা সঠিক দিক নির্দেশনা ও সুযোগ সৃষ্টি করে সন্তানের প্রতি, শিক্ষক সঠিক শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থীর প্রতি আর সবাই সহযোগিতায় সবার প্রতি। এ মওসুমে দক্ষিন জামালপুরের চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার কয়েকটি কেন্দ্রের খোঁজ নিয়ে ভালোভাবেই বুঝেছি যে, এখনও ঠিকাদারদের ব্যবসা জম জমাট। তারা ভালো ফলাফল সরবরাহের ব্যবসা করেন। অর্থাৎ ভালো ফলাফল পাইয়ে দেয়ার ঠিকাদারী করেন। ২৪ এপ্রিল এক কেন্দ্রের এক পরীক্ষার্থীকে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত টাকা দাবি ও নেয়ার অভিযোগ তুলে। তাও আবার খোদ কেন্দ্র সচিবের কাছে। ভালো ফলাফলের জন্য সুযোগ-সুবিধা দেয়ার নামে প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ৫’শ টাকা করে আদায় করেছে রেজিষ্ট্রেশনকারী প্রতিষ্ঠানের প্রধান। বিশেষ করে যে সব প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করার ক্ষমতা নেই তারা বাধ্য হয়েই অন্যত্র দ¦ারস্থ হয়। সে সব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের ক্ষেত্রে এ সমস্যা অবধারিত। ( লেখক: কামরুল হাসান, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফিচার ও কলাম লেখক, ০১৯৭৩-৫৮৪২, সরিষাবাড়ি, জামালপুর)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট