রবিউল হক বাবু:- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা বাজারে সরকারি চাল অবৈধভাবে মজুদের তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ১জনকে ২০ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত এইসময় ৩৯ বস্তা চাল জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।
আজ ১৭ এপ্রিল ২০২৫ রোজ বৃহস্পতিবার বৈকালি সন্ধ্যায় এই
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান ফারুক অভিযানে সহযোগিতা করেন ফুলপুর থানা পুলিশ। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন উপজেলা উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ।