সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে প্রশিক্ষানার্থীদের ভাতার চেক বিতরণ ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প সরিষাবাড়ী’র উদ্যোগে দিনব্যাপী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩’শ নারী প্রশিক্ষানার্থীদের ভাতার চেক বিতরণ ও উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রানালয় জাতীয় মহিলা সংস্থার অধীন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প সরিষাবাড়ী’র প্রশিক্ষণ কর্মকর্তা মামুন হোসেন এর সঞ্চালনায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণপাল সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য রাখেন,বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক কাজী ফিরোজ হোসেন, আশিক পাঠান, মনিরা ইয়াসমিন, রুবাইদা হিমি, স্মৃতি আক্তার, সরিষাবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর, সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ সহ প্রশিক্ষণার্থীরা।