নিজস্ব প্রতিবেদক
জামালপুরে খাল পুনঃখনন প্রকল্প কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর-এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
২৯ এপ্রিল ২০২৫ ইং মঙ্গলবার দুপুরে শহরের পাথালিয়া এলাকায় এলজিইডি কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক জিহাদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুদক কর্মকর্তা জিহাদুল ইসলাম সাংবাদিকদের জানান, জাইকার অর্থায়নে জামালপুর সদর উপজেলায় দুইটি এবং সরিষাবাড়ী উপজেলায় একটি খাল পুনঃখনন প্রকল্প কাজে ব্যাপক অনিয়ন-দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযানে এসেছি। জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এবং তাদের বিষয়টি অবহিত করেছি।
তারা এই মুহুর্তে যে কাগজপত্রগুলো দেখাতে পেরেছে, সেগুলো যাচাই-বাছাই করেছি এবং আমাদের আরো অনেক কিছু যাচাই-বাছাইয়ের প্রয়োজন আছে, সেই কাগজপত্র ফটোকপি করে পরবর্তীতে আমাদের দিবেন, সেগুলো যাচাই-বাছাই করে দুদকের প্রধান কার্যালয়ে রিপোর্ট পাঠাবো।
এছাড়াও যে খালগুলো নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই জাগয়া আমরা পরিদর্শন করবো এবং খাল খনন কাজের সাথে সংশ্লিষ্টদের কথা বলে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে লিখিত আকারে দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো। তিনি আরো জানান, জাইকার অর্থায়নে এলজিইডি কর্তৃক জামালপুর সদর উপজেলার দুটি প্রকল্প শাহবাজপুরের বংশাই ১২.৪০ কিলোমিটার এবং নান্দিনার ভালুকায় নাছনা শালিকার এলাকার চারটি খালের ২৪ কিলোমিটার এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া শুয়াকৈর খালের ৩.৮ কিলোমিটার পুনঃখনন কাজের মোট বরাদ্দ ছিলো প্রায় ৫ কোটি টাকা। জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ জানান, এলজিইডির কর্তৃক তিন খাল খনন প্রকল্প কাজের বিষয়ে দুদক এসেছিলো,। তারা প্রকল্পগুলো পরিদর্শন করবে। তাদের নির্দেশনা মতো আমাদের কাজের কোয়ালিটি শতভাগ নিশ্চিতে সোচ্চার আছি।