সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মৎস্য খামারিদের নিয়ে রায়দৌলতপুর বিল নার্সারি স্থাপন করা হয়েছে।সোমবার (২৮ এপ্রিল)সকালে উপজেলার রায়দৌলতপুর বিল নার্সারিতে রুই, কালবাউস,বাটা, পুঁটি জাতীয় মাছের রেণু অবমুক্ত করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ আমজাদ হোসেন।উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) মোঃ আমজাদ হোসেন জানান,২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা মৎস্য কার্যালয়ে উদ্যাগে এ বিল নার্সারি স্থাপন করা হয়েছে। বিলের সুফলভোগীদের হাতে মাছের এ রেণু তুলে দেন। এ সময় রেণুর পরিচর্যার জন্য খামারিদের নার্সারি ফিডও দেওয়া হয়। বিল এলাকার প্রায় ৬০ জন সুবিধাভোগী এর সুফল পাবে।এ সময় সফলভোগী দল নেতা আব্দুল্লাহ,অফিস সহায়ক সেতু সহ বিলের সুফলভোগীরা উপস্থিত ছিলেন।