সিরাজগঞ্জ প্রতিনিধি;
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বোরো ধান মৌসুমে ব্রিধান-৯৬ জাতের ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে।রবিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যাগেসলংগা ইউনিয়নের সাতটিকরী গ্রামের এ শস্য কর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার।এসময় বগুড়া অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী,অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আসয়াদ বিন খলিল রাহাত,উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল আলিম সহ ধান কাটার সময় স্থানীয় কৃষক গণ উপস্থিত ছিলেন।উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন,উপজেলাতে গত বছরে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার ৩৫৫ হেক্টর জমি। এ বছরে ৩০ হাজার ৩৭০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।বেড়েছে ধান চাষ। তবে আমাদের কার্যালয় থেকে কৃষকদের এই বোরো মৌসুমে সার্বক্ষণিক কৃষকদের পরামর্শ ও সার্বিক সহোযোগিতা দেওয়ায় ব্যাপক ফলন বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।