নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রেগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ খামার বাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার, ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত,বগুড়া অঞ্চলের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ প্রমূখ। এতে সভাপতিত্ব করেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী।
দলীয় ভিত্তিতে কৃষি প্রযুক্তিসমূহ বিস্তার করা। কৃষি ব্যবসা, কৃষি যান্ত্রিকীকরণ, বাণিজ্যিক কৃষি, উন্নত বাজার ব্যবস্থা, উত্তম কৃষি চর্চা ইত্যাদি বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষিত করার মাধ্যমে শুধু উৎপাদনমুখী কৃষি থেকে বাণিজ্যিক কৃষি হয়ে স্মার্ট কৃষিতে রূপান্তরের ব্যবস্থা করা।পার্টনার ফিল্ড স্কুলকে বাস্তবায়ন পরবর্তীতে কাস্টম হায়ারিং সেন্টারে রুপান্তর করা।দলীয় ভিত্তিতে উত্তম কৃষি চর্চা অনুশীলন ও রপ্তানীমুখী ফসলের বিস্তারের ব্যবস্থা করা।একই গ্রুপ ক্লাস্টার, একই আর্থ-সামাজিক অবস্থা ও মানসিকতা সম্পন্ন কৃষক-কৃষাণীদের পার্টনার ফিল্ড স্কুলের সদস্য নির্বাচন করতে হবে।প্রতিটি পার্টনার ফিল্ড স্কুলে ২৫ জন কৃষক-কৃষাণী থাকবে। শিক্ষিত- অগ্রগামী কৃষকদের অগ্রাধিকার দিতে হবে।সাত ধরনের পার্টনার ফিল্ড স্কুল বাস্তবায়িত হবে।ধান,ডাল জাতীয় ফসলের, তেলজাতীয় ফসলের,
ভুট্টার, গম,পুষ্টি, GAP পার্টনার ফিল্ড স্কুল ইত্যাদি বিষয়ের উপর আলোচনা করেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ।
এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত সহ উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ১০০ জন কৃষক উপস্থিত ছিলেন।