সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAR) সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২৩ এপ্রিল)সকালে উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের বাস্তবায়নে ঘোষগাঁতী কৃষক প্রশিক্ষণ সেন্টারে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী।
এসময় উপজেলা কৃষি সমম্প্রসারণ অফিসার সাজেদা আক্তার ইতি, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন,উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্দুল আলিম সহ কৃষক -কৃষাণীরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তা উন্নয়ন, টেকসই কৃষি পদ্ধতি, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল চাষাবাদ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।