কামরুল হাসান
কষ্ট নিবে কষ্ট?
আছে যে অনেক!
হাজার রকমের কষ্ট!
বলছি তা স্পষ্ট\
বলার কষ্ট চলার কষ্ট,
কষ্টে কষ্টে জীবন নষ্ট।
পেটের কষ্ট পিঠের কষ্ট,
কষ্টের কষ্টে পথ ভ্রষ্ট\
ঘরে কষ্ট বাইরে কষ্ট,
আছে আরো পরের কষ্ট।
পরের চেয়ে অনেক বেশি
কষ্ট যখন আপন জনে দেয়\
কথার কষ্ট ব্যথার কষ্ট
ছলের কষ্ট বলের কষ্ট,
অর্থের কষ্ট শর্তের কষ্ট
কষ্ট আছে ভাঙ্গা ভাঙ্গির ভাই\
মন ভাঙ্গার চেয়ে কষ্ট
এই দুনিয়ায় নাই\