মো:রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের চারজন নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে। সোমবার (২১ এপ্রিল) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ডোমার থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতরা হলেন ডোমার উপজেলা ধরনীগঞ্জের হংসরাজ এলাকার মৃত বিধুভূষন মুখোপাধ্যায় এর ছেলে ডোমার উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়(৪৮), পাঙ্গা মটকপুর ইউনিয়নের জলদানপাড়া এলাকার মৃত শাহারউদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মো. বাবুল(৬০), গোমনাতী ইউনিয়নের উত্তর আমবাড়ী এলাকার মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান মানিক (৫০), পশ্চিম হরিণচড়া এলাকার মৃত আজগার আলীর ছেলে ও হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মজিবুল ইসলাম(৫০)। সবাইকে নিজ এলাকা থেকে অভিজান চালিয়ে আটক করে ডোমার থানা পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। অভিযুক্তদের নিজ নিজ এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।