নিজস্ব প্রতিবেদক
জমির দলিল রেজিস্ট্রেশনে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে সরিষাবাড়ী সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৬ এপ্রিল) দুপুরে দুদক এনফোর্সমেন্ট ইউনিটের ৩ সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করেন।
দুদক জানায়, সরিষাবাড়ী উপজেলা সাবরেজিস্ট্রি কার্যালয়ে দলিল রেজিস্ট্রেশন, তল্লাশি, নকল উত্তোলনসহ অন্যান্য কাজে সেবা প্রত্যাশীদের হয়রানি, ঘুষ দাবিসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জামালপুর জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট দল অভিযান চালিয়েছে। এ সময় তারা সাবরেজিস্ট্রি কার্যালয়ে গিয়ে সেবাপ্রার্থী, দলিল লেখক, সাবরেজিস্ট্রার ও অফিসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করেছেন। পরে তারা সেখান থেকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেন। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট দল দুদক কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন।
উপজেলা সাবরেজিস্ট্রার মহসিন উদ্দিন আহমেদ বলেন, ‘সারা দেশে ৩৫ টি সাবরেজিস্ট্রি কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। তারই ধারাবাহিকতায় সরিষাবাড়ী সাবরেজিস্ট্রি অফিসেও এ অভিযান চালানো হয়। দলটি অফিসে আসা সেবাপ্রার্থীসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন। বিভিন্ন রেকর্ডপত্র চাইলে হাতের কাছে থাকা কিছু তথ্য দিয়েছি। বাকি রেকর্ডপত্র দ্রুত সময়ের মধ্যে এনফোর্সমেন্ট টিমের কাছে পাঠানো হবে।’
জামালপুর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমম্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, ‘জমির দলিল রেজিস্ট্রেশন করতে সেবাপ্রার্থীদের কাছ থেকে ঘুষ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা সাবরেজিস্ট্রি অফিসে অভিযান চালানো হয়। বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে পাঠানো হবে।’