ঢাকা জেলা প্রতিনিধি
ভোটাধিকার মানুষের মৌলিক অধিকার । ২৪ শের জুলাই বিপ্লবের পর দেশ পুণরায় স্বাধীনতার স্বাদ নতুন ভাবে উপভোগ করতে পেরেছে। বিগত সরকারের আমলে মানুষের মৌলিক অধিকারগুলো নষ্ট করেছে। তারা গুম – খুনের রাজত্ব কায়েম করে রেখেছিল । জনগন আর সেই স্বৈরশাসন দেখতে চায় না। আজ ঢাকা জেলার দোহার- নবাবগঞ্জ অঞ্চলের রুকন ( সদস্য) সম্মেলনে এসব কথা বলেন ঢাকা জেলার আমীর মাওলানা দেলোয়ার হোসেন।
সোমবার সকাল ৯.০০ টায় দোহারের স্থানীয় মিলনায়তনে দোহার ও নবাবগঞ্জের বিশেষ সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলার সহকারী সেক্রেটারী এবিএম কামাল হোসাইনের সভাপতিত্বে ও নবাবগঞ্জ উপজেলার পূর্ব অংশের আমীর এডভোকেট ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার কর্ম পরিষদ সদস্য ডাঃ দেওয়ান শহিদুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আবদুল কাদের , দোহার থানার আমীর মহিউদ্দীন কামাল, নবাবগঞ্জ (পশ্চিম অংশ) থানার আমীর মাওলানা হারুনুর রশীদ, দোহার ও নবাবগঞ্জ থানার সেক্রেটারী, নায়েবে আমীর, থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দসহ সকল (রুকন) ভাই ও বোনেরা।
এসময় প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারকে আমরা একটি যৌক্তিক সময় দিব, যাতে করে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারে। দোহারের জনগন সচেতন আগামী নির্বাচনে
তারা একজন যোগ্য লোকের হাতে ক্ষমতা তুলে দিতে চায়। তারা চায় তাদের আকাঙ্ক্ষাগুলো যারা বাস্তবায়ন করবে তাদেরকেই ভোট দিবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগনকে সাথে নিয়ে জনগনের মৌলিক দাবিদাওয়া প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। এজন্য রুকন ভাই – বোনেরা জনগনের সাথে মিশে এসকল কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। আর এজন্য আমাদের জনগনের বিশ্বাস অর্জন করতে হবে। পাশাপাশি নিজেদের আরো যোগ্য করে গড়ে তুলে নিজেদেরকে সমাজের সেবায় তুলে ধরতে হবে।