কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত ধরনী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবারের এসএসসি পরীক্ষায় ১০২৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
কেন্দ্র সূত্রে জানা যায়, এ কেন্দ্রের ভেন্যু কেন্দ্র দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ। মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১৪। মোট পরীক্ষার্থী সংখ্যা ১০২৯ জন। তন্মধ্যে বিজ্ঞান শাখার ৬২৫ জন, মানবিক শাখার ২৬৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখার ১৪০ জন। ছাত্র ৫২২ জন আর ছাত্রী ৫০৭ জন। এদের মধ্যে ৪ জন বিশেষ পরীক্ষার্থীও রয়েছে। এ কেন্দ্রের ট্যাগ অফিসার হিসেবে জামালপুর সদর উপজেলা গণ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তা প্রকৌশলী —-সচিব হিসেবে এডভোকেট খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাছ আলী আকন্দ, মূল কেন্দ্রের হল সুপার হিসেবে—- ভেন্যু কেন্দ্রের হল সুপার হিসেবে দিগপাইত ধরনী কান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাহমিদুল ইসলাম উজ্জল দায়িত্বে রয়েছেন।