মোঃ রুবেল বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম ফটিকছড়ি, হারুয়ালছড়ি ইউনিয়ন বাঁশি মহাজন হাটের, পশ্চিম পাশে মালাকার বাড়ি, ১৪ এপ্রিল (সোমবার) শ্রী শ্রী সার্বজনীন ক্ষেত্রপাল ঠাকুরের মন্দির কমিটির উদ্যাগে, চৈত্র সংক্রান্তি উপলক্ষে গীতাপাঠ ও মেলার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানের মধ্যে বিশেষ আকর্ষণ ছিল,মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, শুভ অদিবাশ, ভোগ নিবেদন, মহা প্রসাদ আস্বাদন, শত শত ভক্তের আগমনে মুখরিত ছিল উৎসব অঙ্গন, যা পরিণত হয়েছিল সনাতনী মিলন মেলায়।
মেলায় কার্যকরী কমিটির সহ-অর্থ সম্পাদক বাবু সজীব মালাকার এর সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ হাসান, যুবদলের আহবায়ক মোঃ আব্দুর রহিম, ছাত্রদলের সভাপতি মোঃ রিফাত চৌধুরী, বাবু সুজন দে
আরো উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সভাপতি রাজিব মালাকার, সহ সভাপতি, বাবু প্রিয়তোষ মালাকার, বাবু সেবু মালাকার, সাধারণ সম্পাদক বাবু চন্দন মালাকার, সুমন মালাকার, রুবেল মালাকার,অর্থ সম্পাদক রিদন মালাকার, বাবু কাজল মালাকার প্রমূখ।